অগ্রযাত্রা সংবাদঃ : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দিতা করতে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলার ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন সহ মোট ৪৪ জন মনোনয়নপত্র এ পর্যন্ত জমা দিয়েছেন।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রশিদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমান, বিএনপি মনোনীত (ধান) মোঃ অলিউর রহমান ও স্বতন্ত্র থেকে জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুর রহমান বাবুল মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৩ জানুয়ারি যাচাই বাছাই ও চুড়ান্ত তালিকা প্রনয়ন, ১০ জানুয়ারি প্রত্যাহার। প্রতীক বরাদ্ধ দেয়া হবে ১১ জানুয়ারি। ভোট গ্রহন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
Leave a Reply