জালালুর রহমান,জুড়ী(মৌলভীবাজার): বাংলাদেশ হিন্দু যুব পরিষদ মৌলভীবাজার জেলা শাখার অনুমোদন এ,মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৫/জানুয়ারী/২০ ইং।মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সুব্রত মল্লিক শুভ,যুগ্ম সম্পাদক সৌরভ আচার্য, দপ্তর সম্পাদক শাওনড়ড় মজুমদার স্বাক্ষরিত প্যাডে চলমান ১ মাসের জন্য রাজীব বৈদ্য রাজু কে আহবায়ক।এবং ধ্রুব দেব কে সদস্য সচিব করে, ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক অপুন্দ্র দাস,সদস্য নারায়ন দাশ,গোবিন্দ দাস, পল্লব ঘোষ,অংকু দত্ত,পার্থ দাস,অজিত দত্ত,অর্জুন দাস,পিংকু দাস,পুলক দাস, সৌরভ ঘোষ,সৌমিক দাস প্রমুখ।
Leave a Reply