অগ্রযাত্রা সংবাদ :: ঢাকা মঙ্গলবার ২ ফেব্রুয়ারি ২০২১: সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামালকে গাছের সাথে বেঁধে নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দের দাবি করেছেন। বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ঢাকা বিভাগীয় কমিটি। গতকাল বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।আলোচনায় সহসভাপতি সাংবাদিক আজিজুল হক প্রসঙ্গ উল্লেখ করতেই,সভাপতি সিঃ সাংবাদিক মফিজুর রহমান সোহেল সাধারণ সম্পাদক শুভ খান দেশব্যাপি কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর সেই স্তম্ভের সাথে থাকা সাংবাদিকের মধযুগীয় কায়দায় নির্যাতন সহ্য করা হবে না। সাংবাদিক নির্যাতনকারীদের ক্ষেত্রে আলাদা আইন থাকতে হবে। নচেৎ আদালতে জামিনের জন্য এক দরজা থেকে প্রবেশ করে অন্য দরজা থেকে বেরিয়ে আসছে।
ফলে সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে চলছে। পক্ষান্তরে রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভের মধ্যে কোন দপ্তরের পিয়ন-চাপরাশীকে মারধর করা হলে সরকারী কাজে বাঁধাদানের অভিযোগে মামলা হয়ে থাকে। যাহা জামিন অযোগ্য। কিন্তু সাংবাদিক নির্যাতন ঘটনা স্বাভাবিক চলমান আইনের ধারায় বিচার হয়ে থাকে যা সাংবাদিকদের জন্য চরম অপমানজনক।
উল্লেখ্য, গতকাল রোববার সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক সংবাদের প্রতিনিধি কামাল হোসেন অবৈধ বালু উত্তোলনকারীদের ছবি তুলতে গেলে তাকে মধ্যযুগীয় কায়দায় মারধর গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত করেএবং একটি হাত ভেঙ্গে ফেলে। এসময় হামলাকারীদের কাছে অনয় বীনয় করেও রক্ষা মেলেনি।
এঘটনার একটি ভিডিও গতকাল থেকে ফেসবুকে ভাইরাল হলে সারাদেশের সাংবাদিকদের মাঝে নিন্দা, ক্ষোভ ও দূ:খে ফেটে পড়ে। তারা সরকারের নিকট দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
Leave a Reply