প্রেমের অনুসন্ধান
________________________________________
প্রেম যদি হয়, জীবন রে ভাই-
প্রেমে যদি হয় মরণ-
তবে কেন? আজ চোখে জল, প্রেমেরি কারণ।
প্রেম যদি হয়, জান্নাতেরি সুখের ছোঁয়া পাখি-
তবে কেন? প্রেমে মানুষ দিয়ে যায় আজ ফাঁকি।
প্রেম যদি হয়, এই জগতের সৃষ্টি দ্বারা মূল-
তবে কেন? প্রেমে আজ যায়রে মান-কুল।
প্রেম যদি হয়, দুই হৃদয়ের জমাটবদ্ধ শক্তি
তবে কেন? প্রেমকে মানুষ করে না আজ ভক্তি।
প্রেম যদি হয়, চির সত্য, অমরণ শীল,
তবে কেন? প্রেমে আজ হয় না-রে মিল।
প্রেম যদি হয়, বেহেস্তেরি ফোঁটা একটি ফুল
তবে কেন? প্রেমকে মানুষ বুঝে আজ ভুল।
প্রেম যদি হয়, ভোর বেলার সোনালী সকাল-
তবে কেন? প্রেমের মৃত্যু ঘটেরে অকাল।
তবে কি প্রেম, শুধুই স্বপ্ন! পরিণতি ছাই।
প্রেম কে নিয়ে ভেবে আমি, কোন কুল না পাই।
কবি:
সানোয়ার আহমেদ সাগর
কুয়েত প্রবাসী,
Leave a Reply