পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে ৭ ফেব্রুয়ারী। ইতোমধ্যে এ সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী। তিনি জানান, গত ৩১ জানুয়ারী পিরোজপুরে ৩৬ হাজার করোনা ভ্যাকসিন পিরোজপুরে এসে পৌছেছে।
সিভিল সার্জন জানান, ভান্ডারিয়ায় ৫হাজার ৩১, কাউখালী ২ হাজার ৩৮১, মঠবাড়ীয়ায় ৮ হাজার ৯২৫, নাজিরপুর ৬ হাজার ১২৬, পিরোজপুর সদর ৫ হাজার ৫ ৫১, নেছারাবাদ ৭ হাজার ১৬৫, ইন্দুরকানী ২ হাজার ৬২২ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকবে এবং প্রত্যেক থানায় ও জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।
১৫টি শ্রেনীকে শ্রেনীভূক্ত করে অগ্রাধীকার ভীত্তিতে সম্মুখ সারির যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও ৫৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের অগ্রাধীকার দেওয়া হবে।
Leave a Reply