অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা ও মাদক বিরোধী সেল মৌলভীবাজারের মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে কমলগঞ্জ থেকে ৪০বোতল বিদেশি মদসহ মো.শাহিন আলম নামে ১জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মো. শাহিন আলম (৩৬) কমলগঞ্জের ধলাইরপার এলাকার সাজিদ মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা সূত্রে জানাযায়,মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই মুকুন্দ দেববর্মা, এসআই কাজী আরিফ আহমেদ ,এসআই মোহাম্মদ মাসুক মিয়া, কং/৪৪১ চন্দ্র শেখর মুখাখার্জী , কং/২৫৫ মোকারাবি আহমেদ, কং/৭০২ আবুল বাছেদ রাফি, কং/২৫৮ সুমন চন্দ্র পাল,এসআই জিতেন্দ্র বৈষ্ণব, কং/২৪২ বাপ্পন বিশ্বাসসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে মঙ্গলবার রাত ৮.৩০ ঘটিকায় কমলগঞ্জের ধলাইরপার এলাকা থেকে মো.শাহিন আলমকে ৪০বোতল বিদেশি মদসহ যাহার বাজার মূল্য ১লাখ ৮হাজার টাকা উদ্ধারপূবর্ক গ্রেফতার করা হয়।
এবিষয়ে ডিবি অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ বলেন,মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply