অগ্রযাত্রা সংবাদঃ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা শব্দ দূষণ।যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে নাক-কান-গলার।শরীরের এমন কোনো অঙ্গ -প্রতঙ্গ নেই যেটি শব্দদূষণে আক্রান্ত হয় না।আর এই শব্দদূষণ প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ীতে শব্দদূষণ ও সড়ক আইনে দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
সোমবার (১ মার্চ) দুপুরে জুড়ী কলেজ রোডে তিনি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে মাইকিংয়ের মাধ্যমে শব্দদূষণ করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮(২) ধারা মোতাবেক জেলার বড়লেখা উপজেলার গাজীটেকা আইলাপুর গ্রামের মৃত মস্তকিন আলীর পুত্র সামছুল ইসলাম খানকে ৩ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক একই গ্রামের হারুন রশীদ মোল্লার পুত্র মোল্লা আহমদ হোসাইনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply