বিশেষ প্রতিনিধিঃ তথ্য প্রযুক্তির মাধ্যমে মৌলভীবাজার মডেল থানার চৌকস অফিসার’স টিমের দীর্ঘ ১৭ ঘন্টার অভিযানে ধর্ষক বাবুল মিয়াকে হবিগঞ্জ থেকে আটক করা হয়েছে। ৯ই মার্চ ধর্ষক বাবুল মিয়াকে হবিগঞ্জের উচাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মডেল থানা সূত্রে জানাযায়,তের বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে পার্শ্ববর্তী বাজারের এক ব্যবসায়ী।৮ই মার্চ বিকেলে বাড়িতে একা ছিল ধর্ষীতা কিশোরী। এই খবর জানতে পেরে তাদের পূর্বপরিচিত পার্শ্ববর্তী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া (২৮) মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এমন খবর পুলিশ অবহিত হয়ে ভিকটিমের সু-চিকিৎসা নিশ্চিত ও তাহাকে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণে এ্যাম্বুলেন্স ব্যবস্থা করণ, আর্থিক সহায়তা প্রদান সহ অন্যান্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এবিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, অভিযুক্ত ধর্ষক বাবুল মিয়াকে হবিগঞ্জ থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সল জামান বলেন,ধর্ষণের শিকার মেয়েটি গুরুতর অবস্থায় হাসপাতালে আসে। তখন তার প্রচণ্ড রক্তকরণ হচ্ছিলো। আমাদের চিকিৎসকেরা রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছিলেন। ঘণ্টা খানেক চেষ্টার পর রক্তক্ষরণ বন্ধ হয়। তবে তখন একটা জটিল অপারেশনের প্রয়োজন ছিলো। লজিস্টিক সুবিধা না থাকার কারণে সেটা এখানে সম্ভব ছিলো না। পরে রাত ১০টার মধ্যে তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপাচার হয় ও আগের চেয়ে ভালো আছে। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা না গেলে আশঙ্কামুক্ত বলা যাবে না। আমরা খুঁজ নিয়েছি। সে এখন পর্যবেক্ষণে রয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত হয়ে জানান, আসামী বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।তিনি আরও বলেন,ধর্ষনের ঘৃন্য এমন আসামীদের কখনো ছাড় দেওয়া হবে না এবং আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply