অগ্রযাত্রা সংবাদ : পরিচয় গোপন রেখে তথ্য দিন, মাদকমুক্ত মৌলভীবাজার গড়ার শপথ নিন।
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে মৌলভীবাজার সদর থানা ও শ্রীমঙ্গল থানা পুলিশ গত ০৯-০৩-২০২১খ্রি. তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে। মৌলভীবাজার সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে বাসে এসে শেরপুর গোল চত্বরে নামবে। শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম রাত অনুঃ ১২:৩০ ঘটিকা থেকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এর আশপাশ এলাকায় সাদা পোশাকে অপেক্ষা করতে থাকে। রাত প্রায় ১:২০ ঘটিকার সময় আল-মোবারাকা পরিবহনের একটি গাড়ি শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এর উওর পার্শ্বে পৌছা মাত্র পুলিশ বাসটিতে তল্লাশী শুরু করিলে একটি লোক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আসামী এমদাদুল ইসলাম (২৮), পিতা-মৃত আঃ হাসিম, সাং-তলেরবন, থানা-দক্ষিন সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করে এবং উপস্থিত সাক্ষীর সামনে তার দেহ তল্লাশী করে কোমরে জ্যাকেট এর নিচে বেল্ট দ্বারা বাধা অবস্থায় ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজাসহ আসামী স্বপন মিয়াকে আটক করে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply