প্রতিনিধি : শাহরিয়ার খান কল্লোল
২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে হত্যাযজ্ঞ চালায় দেশটি। তাদের নির্যাতন থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে সাড়ে সাত লাখ রোহিঙ্গা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানে মানবতা অপরাধ সংগঠিত হয়েছে কি না তা তদন্তের অনুমতি দিয়েছে। আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর: পার্স টুডে।
বিবৃতিতে বলা হয়- মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগে অং সান সুচির বিরুদ্ধে মামলার একদিন পর এ অনুমোদন পাওয়া যায়। আর্জেন্টিনায় মামলা করেছে রোহিঙ্গা বিষয়ক লাতিন আমেরিকার বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
এর আগে গত সোমবার জাতিসংঘের সর্বেচ্চ আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।
Leave a Reply