অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশা চালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলার শমসেরনগর চৌমুহনায় সিএনজি অটোরিকশা চালকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।শনিবার সকাল ৯টা থেকে শমসেরনগর চৌমুহনায় আড়াই ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে চালকরা এই প্রতিবাদ সভা করে। শমসেরনগর চৌমুহনী চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিএনজি চালক সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, শমসেরনগর বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল, সাংবাদিক শাহিন আহমেদ, কমলগঞ্জ শাখার সভাপতি মো. আলমাছ মিয়া, শ্রমিক নেতা নূরুল ইসলাম, শেখ রাজু আহমদ, জসিম উদ্দীন প্রমুখ। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, সিএনজি অটোরিকশা চালক জলিল মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার ৯দিনে পুলিশ প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন চালকরা।
উল্লেখ্য, গত ৪ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শমসেরনগর সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস ভর্তি নিয়ে কথা-কাটাকাটি ও উত্তেজনার সময় ছুরিকাঘাতে সিএনজি চালক জলিল মিয়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন।
এ ঘটনায় নিহত চালকের বড় ভাই মো: কাসেম আলী বাদী হয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া সফিসহ ৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নিহত চালক জলিল মিয়া আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তির বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে।
Leave a Reply