অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজারে ১২ দিনব্যাপী স্বাধীনতা উৎসবের ৫ম দিনে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন কর্মহীন সংস্কৃতিসেবীরা। রোববার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার কর্মহীন সংস্কৃতিসেবীদের প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মামুনূর রশীদের সভাপতিত্বে কর্মহীন সংস্কৃতিসেবীদের হাতে চেক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এ সময় জেলার ৫৯ জন কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয়েছে। প্রত্যেকে দশ হাজার টাকা করে পেয়েছেন।
প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আনন্দিত জেলার সংস্কৃতিসেবীরা।
Leave a Reply