অগ্রযাত্রা সংবাদঃ : মৌলভীবাজারের রাজনগরে মুজিব বর্ষ ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় হীড বাংলাদেশের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কোর্ডিনেটর মার্গারেট জুঁই দাসের সার্বিক তত্বাবধানে সাংস্কৃতিক ও পটগান অনুষ্ঠানে হীড সাংস্কৃতিক দলের টিম লিডার দেবাশীষ মজুমদারের পরিচালনায় দেশাত্ববোধক গান ও ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর ভাবনা ও পরিকল্পনায় মাদক ও তামাক সচেতনতার পটগান পরিবেশন করেন দেবাশীষ মজুমদার, শিল্পী সিগ্ধা মন্ডল, কলিম সরকার, সমিত মজুমদার, রোজিনা হক, তাপস গাইন ও অপু হালদার। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়, উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, হীড বাংলাদেশ মাইক্রোফাইনান্স এরিয়া ম্যানেজার নুরুর রহমান, হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কোর্ডিনেটর মার্গারেট জুঁই দাস, প্রোগ্রাম কোর্ডিনেটর মো. নকিবুল ইসলাম, প্রোগ্রাম কোর্ডিনেটর মো. আমিনুল হক ও অন্যান্য এন জি ওর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Leave a Reply