অগ্রযাত্রা সংবাদঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা। আজ ২৬শে মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
আজ এ মহান দিবসে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালী -পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সদস্য মাহমুদ মিয়ার সভাপতিত্বে শামিম ওসমানে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply