সিলেট সংবাদদাতাঃ হরতালের সমর্থনে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। ‘মুসল্লি ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর’ ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ মার্চ) বাদ আছর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় আগামীকাল রোববার (২৮ মার্চ) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সিলেটে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। এতে পুলিশ বাধা দেয়নি, তবে ছিলো সতর্ক অবস্থানে।
শনিবার আছরের নামাজের পরে সোয়া ৫টায় বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল বের করে জিন্দাবাজার ঘুরে কোর্ট পয়েন্টে এসে শেষ করেন। পেছনে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।
এদিকে, হেফাজতের নেতাকর্মীরা মিছিল বের করতেই পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাই শাটার প্রায় বন্ধ করে দোকানের ভেতরে অবস্থান নিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন। হেফাজতের মিছিল চলাকালে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের পথচারীরা ছুটে পাশের রাস্তাগুলোতে ঢুকে পড়েন। এসময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে হেফাজতের কর্মসূচি ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আসরের নামাজের ঘণ্টাখানেক আগ থেকে কালেক্টরেট মসজিদের আশপাশে পুলিশের বিভিন্ন শাখার শতাধিক সদস্য সতর্ক অবস্থান নেন।
এদিকে, মিছিল শেষে বিকেল সাড়ে ৫টার দিকে কোর্ট পয়েন্টে সমাবেশ করছে হেফাজত। এতে পুরো বন্দরবাজারে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। সেই সঙ্গে থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।
এসময় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে ও জামেয়া মাদানীয়া কাজিরবাজারের প্রিন্সিপাল হেফাজত নেতা মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালী, জেলা হেফাজত নেতা মাওলানা ফয়জুল হাসান কাদিমানী, মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, জেলা হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসাইন, মহানগর হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা এমরান আলম, মাওলানা সৈয়দ সলিম ক্বাসেমী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী, মাওলানা মাহমুদ শুয়াইব, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ফাহাদ আমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আমিন আহমদ রাজু, আসলাম রাহমানী, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা হারুন রশিদ, মাওলানা লুৎফুর রহমান, আবু সুফিয়ান, আবু বক্কর সিদ্দিক, আবুল খয়ের, আব্দুল করিম দিলদার, মাওলানা একরামুল হক জুনেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী কাল দেশব্যাপী হেফাজতের শান্তিপূর্ণ হরতাল সফলের আহ্বান জানিয়ে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। শহিদী তামান্না আগামীকাল সিলেট সহ প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালন করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের আহ্বান জানান।
Leave a Reply