অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি মৌলভীবাজারের কোভিড-১৯
দাফন-কাপন ও সৎকার টিমের উদ্যোগে বুধবার (২৮এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর গ্রামের মো. ইসমাইল মিয়া(৫৩) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে শেখ বোরহান উদ্দিন (রহ:)ইসলামী সোসাইটির কোভিড-১৯ দাফন-কাপন ও সৎকার টিম বেলা ৩টা হতে যাবতীয় ধর্মীয় রীতিনীতি ও স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা ৩০ মিনিটের সময় জানাজার মাধ্যমে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিড-১৯ দাফন-কাপন ও সৎকার টিমের টিম লিডার মুহাম্মদ আশরাফুল খাঁন (রুহেল), সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, দফতর সচিব সিরাজুল হাসান, সসংগঠনের অক্সিজেন সেবার জেলার টিম লিডার মো. সোহানুর রহমান, টিম মেম্বার মো:ইয়াছিন তালুকদার,মাহবুবুর রহমান খান অপু, মো. আল আমিন খান, সৈয়দ রেদোয়ান আহমদ, জাকির হোসেন, রাজা মিয়া, রাহাদ খান রাফি প্রমুখ।
২০০১ সালে প্রতিষ্ঠিত আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ: ইসলামী সোসাইটি মৌলভীবাজার বিভিন্ন সমাজ উন্নয়নের পাশাপাশি করোনার দুঃসময়ে শুরু থেকে জেলার ৭টি উপজেলায় দাফন কাপন ও সৎকার এবং সাম্প্রতিককালে অক্সিজেন হোম সার্ভিস শুরু করেছে।
Leave a Reply