অগ্রযাত্রা সংবাদঃ
সমাজ পরিবর্তনের নিরন্তর প্রচেষ্টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদান সংস্থা শরিষতলা” এর সদস্যদের মধ্যে টি-শার্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৯ মে সংগঠনের সভাপতি মাওলানা মাছুম আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আজমল আহমদের সঞ্চালনায় স্থানীয় শরিষতলা বাজারে অস্থায়ী কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে সভার কার্যক্রম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক রায়হান খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলামা পরিষদের নির্বাহী সদস্য মাওলানা মুফতি মোশাহিদ কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবক ঈমান উদ্দিন ঈমানি, হাজীপুর ব্লাড ফাইটার্স এর সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ শাহান, স্পন্দন রক্তদান ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক ইমরান আমির আলী, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ সুহেল আহমদ ও ( লন্ডন প্রবাসী) বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন এর দাতা সদস্য শামীম আহমদ ও লন্ডন প্রবাসী মাহমুদুর রহমান ( পারভেজ) অর্থায়নে এই টি-শার্ট বিতরন করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের মধ্যে টি-শার্ট তুলে দেওয়া হয়।
Leave a Reply