কমলগঞ্জ প্রতিনিধি:
স্বেচ্ছাশ্রমে শ্মশান ভুমি পরিস্কার – পরিচ্ছন্নতা কাজ করেন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুলসিংহের গাঁওয়ের গ্রামবাসীরা। শুক্রবার (০৬ আগষ্ট) সকাল ১০ টা গকুলসিংহের গাঁওয়ের গ্রামের শ্মশান ঘাট উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আহব্বানে গ্রামের সকল যুবক ও সাথে বয়স্করাও অংশগ্রহণ করেন। ভানুগাছ – পাত্রখোলা সড়কের এবং বাঘবাড়ি গ্রামের পশ্চিমে জবলাছড়ার তীর ঘেঁষে মাধবপুর মৌজার প্রায় ৫৬ শতক জায়গায় শ্মশান ভুমি হিসাবে গ্রামের মৃতদেহ সৎকার করে আসছেন। দীর্ঘদিন থেকে ঝোপঝাড় আচ্ছন্ন থাকায় গ্রামবাসী সকলে মিলে তা পরিস্কার – পরিচ্ছন্ন করে বৃক্ষ রোপন করেন।শ্মশান ঘাট উন্নয়ন কমিটির সভাপতি কমলা বাবু সিংহর সাথে আলাপকালে বলেন ভানুগাছ – পাত্রখোলা সড়ক থেকে শ্মশান ঘাটে যাতায়াতের রাস্তা একসময় অনেক বড় ছিল পাশের ধানী জমির মালিকেরা কেটে দখন করে এখন যাতায়াতের রাস্তা একেবারে সরু হয়ে গেছে। যা মৃতদেহ নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাধারণ সম্পাদক উত্তম কুমার সিংহ বলেন শ্মশানে ঘাটে যাবার রাস্তা একেবারে ছোট ও কাদামাক্ত হয়ে যাওয়ায় বর্ষাকালে গ্রামের মৃতদেহ সৎকার করতে নিয়ে যেতে পারিনা। একসময় পার্শবর্তী কয়েকটি গ্রামের লোকজন শ্মশান ভুমিটি ব্যবহার করতেন। রাস্তা দখল ও দুপাশে ধানী জমি থাকায় বর্ষা কাদা ও জলে ডুবে থাকে। গ্রামবাসী সরকারের কাছে জোরদাবী জানান রাস্তাটি দখলমুক্ত করে যাতায়াতের জন্য রাস্তা পৃণনির্মাণ করলে কয়েকটি গ্রামের লোকজন শ্মশান ঘাট ব্যবহার সহ অপকৃত হবেন। ।
Leave a Reply