গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে সদর ও ফুলছড়ি থানাধীন নদী দ্বারা বেষ্টিত বিভিন্ন চর এলাকায় দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ৬ সেপ্টেম্বর সোমবার শুকনা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো: ইলিয়াচ জিকু ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনগনের সাথে আলোচনা সহ নদী বেষ্টিত এসব এলাকায় যাতে করে কোন ধরনের চুরি, ডাকাতিসহ আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে বিষয়ে তিনি সকলের সহযোগীতা চান। এছাড়াও তিনি এসব এলাকায় পুলিশের সার্বক্ষণিক টহল নিশ্চিত করার আশ্বাস দেন।
Leave a Reply