নিজস্ব প্রতিবেদকঃ
গত ০৮/০১/২০২১খ্রিঃ তারিখ জালালাবাদ থানাধীন জাঙ্গাইল সাকিনস্থ ইয়াছিন আলী কমিউনিটি সেন্টার এর সামন থেকে শামীম আহমদ সোহাগ (২১), পিতা-মোঃ শায়েস্তা মিয়া, সাং-শাহপুর খুরুমখলা, থানা-জালালাবাদ, জেলা-এসএমপি, সিলেট এর ব্যবহৃত পালসার মোটর সাইকেলটি চুরি হয়।
চুরির ঘটনার দীর্ঘ সাত মাস পর ১১/০৯/২০২১ খ্রিঃ তারিখ আসামী কামরুল ইসলাম, পিতা-মৃত তৈমুছ আলী, সাং-বিশ্বনাথপুর, থানা-জুড়ি, জেলা-মৌলভীবাজার উক্ত চোরাইকৃত মোটর সাইকেল বিক্রি করার জন্য কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া গ্যাস পাম্পের সামনে নিয়া আসিলে অফিসার ইনচার্জ জনাব বিনয় ভুষন রায় এর নেতৃত্বে এসআই/মোঃ এনামুল হক, এসআই/মোঃ হাবিবুর রহমান, এএসআই/মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী কামরুল ইসলামকে আটক করিয়া pulsar 150cc মোটর সাইকেল উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত আসামীর দেওয়া তথ্যমতে বড়লেখা থানাধীন পশ্চিম গাংকুল রতুলী বাজার মেইন রোড সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামন হইতে অপর আসামী মামুনুর রশিদ, পিতা-মোঃ মাতাবুর রহমান, সাং-উত্তর সুজানগর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করিয়া তার নিকট হইতে আরেকটি চোরাইকৃত Discover 150cc মোটর সাইকেল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply