নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত
আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, শ্রীমঙ্গল আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায় এর নির্বাচনী কার্যক্রম পরিচালনা প্রস্তুতিতে বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর সোমবার শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এম.পি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ নির্বাচনে ভানুলাল রায়কে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
Leave a Reply