ঢাকা প্রতিনিধি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের জানালার গ্রিল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানালার গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না েপঁছিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত অবস্থায় ছিলো।
ওই ব্যক্তির নাম সেলিম হাওলাদার(৫০)।বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী গণমাধ্যমে জানান, ‘নিহত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আশেপাশের কোনো দোকানে কাজ করতেন তিনি। আমরা খোঁজ পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করি। তারা এসে মরদেহটি উদ্ধার করে।’সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সেলিম হাওলাদার ঢাবি ক্যাম্পাসে চা বিক্রি করতেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। ‘আত্মহত্যা’র কারণ এখনো সুস্পষ্টভাবে না জানা গেলেও ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে সে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করতে পারেন।
Leave a Reply