নিজস্ব প্রতিবেদকঃ রংপুরে পুলিশ কর্মকর্তা নিহতের মামলার আসামী পলাশকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় আসামী পারভেজ রহমান পলাশকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত- ২ এর বিচারক আল মাহামুদ তাকে মাদক ও হত্যা মামলায় এই রিমান্ড দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার মামলা দুটির তদন্তভার পিবিআইকে দেয়া হলে তারা ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। তারই প্রেক্ষিতে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
এ ব্যাপারে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, তদন্তভার পাওয়ার পর আসামী পলাশকে হত্যা ও মাদক মামলায় ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক দুটি মামলায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত শুক্রবার রাতে রংপুর হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নগরীর বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এসময় আসামী পলাশ পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুলকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। আহত পিয়ারুলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার সকাল সোয়া ১১টার দিকে তিনি মারা যান। নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা ও মাদক আইনে পলাশকে আাসামী করে পৃথক দুটি মামলা করে।
Leave a Reply