কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের হযরত শাহ্ আজম রহঃ দরগাহ্ শরীফের পীর ছাহেব,উস্তাদুল উলামা, ওলিয়ে কামিল, আরিফ বিল্লাহ, হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব (রহঃ)এর ঈসালে সাওয়াব উপলক্ষে হযরত’শাহ-আজম রহঃ’দরগাহ-ফাউন্ডেশন কমলগঞ্জের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচী উদ্যোগ নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান মাদরাসা,মসজিদ, কবরস্থান স্কুল,কলেজে বিক্ষরোপন কর্মসূচি প্রথম ধাপে শেষ হল।
আবারো ২য় ধাপে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কবরস্থান, রাস্তার পাশে চারাগাছ রোপনণ কর্মসূচি শুরু হবে।
যদি কোন প্রতিষ্ঠানে চারা গাছ প্রয়োজন হয় তাহলে ফাউন্ডেশনের খাদেম শাহ্ মোহাম্মদ মোজাহিদ আজমী নিকট যোগাযোগ করলে ফাউন্ডেশনের সদস্যের মাধ্যমে চারা গাছ পৌঁছানো হবে।
যোগাযোগ 01611816603
Leave a Reply