মো:মুক্তাদির হোসেন। গাজীপুর কালীগন্জ উপজেলা প্রতিনিধি।
কালীগন্জ উপজেলার প্রান কেন্দ্রে দর্জি বাড়ী শো রুম এর ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন কালীগন্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি এস এম রবিন হোসেন,
প্রাধান অতিথি বক্তবে বলেন,বর্তমান মানুষের চাহিদার কথা চিন্তা করে দর্জি বাড়ি নিয়ে এল আমাদের কালীগন্জে,আমি দর্জি বাড়ির কৃতৃপক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, যুগের সাথে তাল মিলিয়ে ঢাকার অদুরে গাজীপুরের কালীগন্জ এর বাজারে প্রতিযোগিতা মুলূক বাজেরে দর্জি বাড়ির জন্য শুভকামনা জানাই, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মো:কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক কালীগন্জ পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, আরো উপস্হিত ছিলন কালীগন্জ পৌর যুবলীগ এর সভাপতি ও ০৪নং ওর্য়াড কাউন্সিলর মো: বাদল হোসেন, এবং দর্জি বাড়িব ম্যানেজিং ডিরেক্টর বৃন্দ, উদ্বোধ ন এর পর মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো,মিলাদ ও দোয়া পরিচালনা করেন কালীগন্জ মদিনাতুল মনোআরা কেন্দ্রেীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আব্দুর হাফিজ,তিনি,দর্জি বাড়ির উওর উওর উন্নীত কামনা করে,এবং দেশবাসী র জন্য বিশেষ দোয়া করেন,দর্জি বাড়িতে সকল গ্রাহক ও শুভনার্থীদের আসার জন্য অনুরুধ করেন,উল্লেখ থাকে যে দর্জি বাড়ি শো রুম টি হলো কালীগন্জ পুরাতন সোনালী ব্যাংক এর একটু সামনে সিঙ্গার শোরুম এর পার্শ্বে,খলিল টাওরে,কালীগন্জ বাজার,কালীগন্জ, গাজীপুর।
Leave a Reply