মো: মুক্তাদির হোসেন।গাজীপুর কালীগন্জ উপজেলা প্রতিনিধিঃঃ বিভিন্ন আয়োজন এ গাজীপুরের কালীগন্জ উপজেলায় সকাল ১১টার সময় কালীগন্জ পৌর সভার পৌর মিলনায়তন এ শেখ রাসেল এর ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে কালীগন্জ পৌর মিলনায়তন এর সামনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন কালীগন্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন, শ্রদ্ধান্জলী শেষে আলোচনা সভায় পৌর কাউন্সিলরা বক্তব রাখেন,প্রাধান অতিথির বক্তবে এস এম রবিন হোসেন বলেন হজার বছরের শ্রেষ্ঠ বাংঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর কনিষ্ঠ পুএের শুভ জন্মদিন উপলক্ষে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, তিনি আবেগ প্রফুল্ল হয়ে বলেন”,শেখ রাসেল আছে সকল মায়ের দু’চোখ ভরা জ্বলে শেখ রাসেল আছে ভোরে জাগা শিশুর কোলাহলে”।কালীগন্জ পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে জানাই রক্ত লাল গোলাপএর শুভেচ্ছা, শিশু রাসেল কে যারা নির্মমভাবে হত্যা করেছে তারা মানুষ নামের কলক্ক,তাদের জাহারনামে ও ঠাই হবে না, কেক কেটে দোয়ার ও তবারক বিতরন এর মাধ্যম এ সমাপ্ত হয় কালীগন্জ পৌরসভা র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন এর কেক কাটা ও আলোচনা সভা।
বিকাল ০৪ টার সময় কালীগন্জ আওয়ামীলীগ এর পার্টি অফিসে শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়,কালীগন্জ উপজেলা আআওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার এর সভাপতিত্বে, কালীগন্জ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এইচ এম আবুবক্কর এর সন্চলনায় পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে শুরু আলোচনা সভা,উক্ত সভায় প্রাধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও কালীগন্জ এর মাটি ও মানুষ এর প্রান এর নেএী গাজীপুর ০৫ আসন এর মাননীয় সংসদ মেহের আফরোজ চুমকি এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এড: আশরাফী মেহেদী হাসান,কালীগন্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি এস,এম রবিন হোসেন, আরো উপস্হিত ছিলেন কালীগন্জ উপজেলা আওয়ামীলীগ এর সহ -সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ,কালীগন্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজের ভাইস- চেয়ারম্যান এড:মাকসুদুল আলম খাঁন,কালীগন্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মীলি রোজারিও,কালীগন্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম -সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন দুলাল,উপদেষ্টা মো:দেলোআর হোসেন,কালীগন্জ উপজেলা আওয়ামীসেচ্ছাসেবক লীগ এর সভাপতি রফিকুল ইসলাম সিজু,গাজীপুর জেলাপরিষদ এর সদস্য শফিউল কাদের নান্নু,জেলাপরিষদ এর সদস্য তাসলীমা রহমান লাভলী,কালীগন্জ উপজেলা মহিলা লীগ এর সভাপতি জুয়েনা আহমেদ, কালীগন্জ পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো:কামরুল ইসলাম, কালীগন্জ উপজেলা যুবলীগ এর সভাপতি এস,এম,আলমগীর,সাধারণ সম্পাদক হারুন উর রশিদ টিপু,কালীগন্জ উপজেলা আওয়ামীলীগ এর অর্থ বিষয়ক সম্পাদক শরিফুুল ইসালাম খাঁন কনক,আফসার হোসেন,রাজ,কালীগন্জ পৌর যুবলীগ এর সভাপতি মো:বাদল মিয়া,সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন,যুবলীগ নেতা আজাদ ফয়সাল সাজ্জাদ,শ্রমিক লীগএর দপ্তর সম্পাদক নুরুজ্জামান ভূইয়া,গাজীপুর জেলা আওয়ামী প্রজন্ম লীগএর সভাপতি মতিন খান,সহ কালীগন্জ উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন,বালীগাঁও বড়বাড়ি জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ,দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করেন,মাননীয় প্রাধান মন্ত্রী জননেএী শেখ হাসিনার পরিবারএর জন্য,এবং মেহের আফরোজ চুমকি আপার পরিবারএর জন্য শান্তি কামনা করে,দেশ বাসীর কল্যাণ এর জন্য দোয়া কামনা করেন,দোয়া শেষে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা ও মিলাদ ও দোয়া মহফিল এর অনুষ্টান সপ্তাতির পূর্বে তবারক বিতরন করা হয়।
Leave a Reply