স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মঙ্গলবার বিকালে আদালত যোগে সিএস রেকর্ড মুলে গুয়াগাঁও মৌজার খতিয়ান নং-৭৩ দাগ নং-৬২৪ জমির পরিমাণ-৩৮ শতকের মধ্যে ২৫ শতাংশ দাগের উত্তর অংশ ও ৯৮১ দাগের ৬০ শতাংশের মধ্যে ৪০ শতাংশ দাগের উত্তর অংশ রেকর্ড মুলে মোছাঃআমিনা খাতুন ওরফে বেগম রীনা পোদ্দার গং দখল বুঝে দেন।
জানা যায়,মোছাঃআমিনা খাতুন ওরফে বেগম রীনা পোদ্দার গং এর ১১/২১ বাটো মামলার রায়ের ভিত্তিতে আদালত যোগে দীর্ঘ দিনের জবরদখল কৃত সম্পত্তি দখল করে দেন।জমির সীমানা নির্ধারন,লাল পতাকা টাঙা,মাইকিং,মালিকানা সাইনবোর্ড ও ঢোল পিটিয়ে এলাকাবাসী কে জানিয়ে দেন।সে সময় পুলিশ প্রশাসন,পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply