কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার দুপুরে একটি ছড়া থেকে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাসেল মিয়া মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা দেখতে শিববাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
শনিবার দুপুরে পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট এলকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মারা যাওয়া রাসেল মিয়ার বাবা সর্দার বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে বের হয়ে আর বাড়ি ফেরেনি রাসেল। দুপুরে পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়।
তার ঘাড় মটকানো এবং নাকে ও মুখে রক্তের ছাপ লেগে রয়েছে। তার ধারণা, পূর্ব শত্রুতার জেরেই তার ছেলেকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে শত্রুরা।
Leave a Reply