অগ্রযাত্রা সংবাদ:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কওমী মাদ্রাসা’এর একাডেমিক ভবনের তৃতীয় তলার কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ জুমআ ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামেয়া দারুল হাদীস মুন্সীবাজার এর শ্রেণিকক্ষের সংকট নিরসনের লক্ষে মজলিসে আমেলার সিদ্ধান্তক্রমে মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যান কর্তৃক নির্মিত শিক্ষা ভবনের তৃতীয় তলার কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার, মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল হক,মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আবদুল মালিক জব্বার, সৈয়দ রুহুল আমীন, মোশতাক আহমদ চৌধুরী খোকন, সিপার আহমদ তরফদার, ইউকে প্রবাসী মাহবুব আহমদ তরফদার, নাজিম আহমদ তরফদার, মিজান আহমদ তরফদার,ইকবাল হোসেন চৌধুরী, প্রাবাসী মোঃ কবির আহমদ , মাদরাসা কমিটির সদস্য সেলিম আহমদ, মাওলানা লুৎফুর রহমান তাফাদার,হাফিজ মাওলানা ফাত্তাহুর রশীদ চৌধুরী মাহফুজ, জুবেল আহমদ চৌধুরী, ইব্রাহিম আহমদ সুমন,ওয়াহিদুর রহমান তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক মণ্ডলী। ভিত্তিস্থাপন শেষে মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন নির্মাণ কাজ সমাপ্ত করতে উপস্থিত সুধীমহল ও দেশী প্রবাসী বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। মুনাজাতের মাধ্যমে দেশ ও প্রবাসী সহ দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply