মৌলভীবাজার প্রতিনিধি: শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বাদে ফতেপুর এলাকা থেকে সিআর ৩৭৯/১৬ এর ৬ মাস সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ৪ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেন মৌলভীবাজার জেলার সদর থানার বাদে ফতেপুর গ্রামের আনর আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মাসের সাজা পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply