অগ্রযাত্রা সংবাদ ঃ
সেবা মুলক সংগঠন “আখিরাহ টিম” এর পক্ষ থেকে মৌলভীবাজারে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও রিকশা বিতরণ অনুষ্টিত হয়। ১৬ মার্চ দুপুরে মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডে ২শত ১৫ পরিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও ২টি সেলাই মেশিন, ২টি রিকশা বিতরণ করা হয়। বিতরণী অনুষ্টানে উপস্তিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর ওলি আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান প্রমুখ।
আখিরা টিম এর পক্ষ থেকে সহযোগীতায় ছিলেন
শিশু আলী, কাবির মিয়া, আনোয়ার আজিজ, মো: আজাদ, সাফিনা,আলিয়া,আব্দুস শামিম,আসলাম রাজা,,মাহবুব সালাম,আজমত খান,আজম খান,নাজিম,সাজিদ,সিশে,নাসির খান প্রমুখ।
দেশ-বিদেশের অনেক হৃদয়বান লোকদের সাহায্য সহযোগীতায় বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আখিরাহ টিম বিশ্বের বিভিন্ন দেশে আর্থমানবতার সেবায় কাজ করে আসছে।
Leave a Reply