কমলগঞ্জে ইসিডি সেন্টারের শুভ উদ্বোধন
অগ্রযাত্রা সংবাদ ঃ
আলোয় আলোয় প্রকল্পের আওতায় চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় এবং প্রচেষ্টা এর আয়োজনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চাবাগান এলাকার
চাঘরলাইন ও বড়লাইন ইসিডি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২০ মার্চ রবিবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল ফিতা কেটে ২টি ইসিডি সেন্টারের শুভ উদ্বোধন করেন। বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক এর সভাপতিত্বে ব্যবসায়ী রাধা শ্যাম এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগান এর সহকারী ব্যবস্থাপক রেজাউল হায়াত খান ইমন, ইউপি সদস্য বাবু ধনা বাউরী,প্রজেক্ট কো অর্ডিনেটর আব্দুল ওহাব, প্রজেক্ট অফিসার বিজয় কুমার কৈরী, নুরোত্তম বর্ধন, মাসুদ রানা, প্রবাস কুমার বিশ্বাস, শান্তারা ভানু চৌধুরী প্রমুখ। এছাড়াও মিরতিংগা চাবাগানের কিশোর-কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ এবং বাগানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply