নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কার ভর্তি বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বসু দত্ত চাকমা জানান, ৫ এপ্রিল মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটক মাদক কারবারীর নাম জামাল মিয়া (৩৮), তার পিতার নাম মোঃ কনা মিয়া, বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে।
র্যাব জানায়, আটক জামাল মিয়া একজন পেশদার মাদক ব্যবসায়ী। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে সে।
মঙ্গলবার দুপুরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply