সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
ছাতকে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৬) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কামারগাঁও-মাঝপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। ঘটনার দিন দুপুরে জাকির হোসেনের দুই সন্তান স্কুল থেকে আসার পথে মেয়ে বিদ্যুৎপৃষ্ট হলে তাকে বাঁচাতে এগিয়ে যান বাবা। এসময় পল্লী বিদ্যুতের ছেড়া তার থেকে সন্তানদেরকে বাঁচাতে পারলেও নিজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। বিদ্যুৎপৃষ্ট দুই সন্তান চিকিৎসাধীন আছেন স্থানীয় সূত্রে জানা গেছে। জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply