কমলগঞ্জ প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সাপের কামড়ে লিলাই বেগম (৫৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ললাই বেগম কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী ও বাবুল মিয়ার মা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী লিলাই বেগম বুধবার বিকাল ৫টায় বৃষ্টি শুরু হলে রান্না ঘরে গিয়ে চা তৈরি করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ তার আঙ্গুলে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তার ছেলে বাবুল মিয়া তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
বাবুল মিয়ার অভিযোগ, কর্তব্যরত ডাক্তার তার মাকে সাপে কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন।
তিনি আরও অভিযোগ করেন, ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে এবং মাকে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়িতে নেওয়ার পথে রাস্তাতেই তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন, সিভিল সার্জন বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।
Leave a Reply