অগ্রযাত্রা সংবাদ ঃ
শনিবার (১১ জুন ২০২২) দুপুর ১২.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শমশেরনগর রেল স্টেশনের সন্নিকটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পাওয়া মাত্রেই শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে দ্রুততম সময়ে অগ্নি নির্বাপণ ও যাত্রীদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা গ্রহণ করে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আরো একটি বিশেষ দল সেখানে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন করা ও যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর সুব্যবস্থা করেন।
স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টার ফলে কোনোপ্রকার হতাহতের ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
অগ্নিকান্ডের সময় দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে জেলা পুলিশের পক্ষে উদ্বার তৎপরতায় নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় ও শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী।
Leave a Reply