সালাহ উদ্দিন প্রতিনিধি (কমলগঞ্জ, মৌলভী বাজারঃ
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে জনশুমারী ও গৃহ গণনা -২০২২ ইং এর বিদায়ী অনুষ্টান সমাপ্ত।১২জুন ২০২২ ইং রোজ রবি বার পতন উষার উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে সুপার ভাইজার মোঃ মনোয়ার হোসেন জাহাঙ্গীর এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয় ও কলেজের সভাপতি জনাব ইন্জিনিয়ার তাওফিক আহমদ বাবু, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জনাব,ফয়েজ আহমদ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব,আনোয়ারোল হক,আই টি অফিসার অমিতা রানী রায়। এতে সভাপতিত্ব করেন জোনাল অফিসার জনাব মোঃ জাকির হোসেন সহ সুপারভাইজার ও গণনাকারী প্রমুখ। বিশেষ অতিথি উপজেলা পরিসংখ্যান অফিসার তার বক্তব্য এ বলেন এই গণনা দেশের প্রথম ডিজিটাল শুমারী তার মাধ্যমে আপনার উপজেলা ইউনিয়ন দেশের অনেক ভাগ্য নির্ধারণ হবে এজন্য তা যেন খুব নিকুত ও ভাল মানের হয়, কেহ যেন গণনা থেকে বাদ না পরে সে দিকে বিশেষ নজর রাখতে হবে এবং প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ এগিয়ে যাচ্চে শেখ হাসিনার নেতেৃতে আর ও এগিয়ে যাবে এজন্য এই শুমারি বর্তমানে খুব যুগোপ্রযোগি তাই তিনি সকলকে সটিক তথ্য দিতে আহবান করছেন।
Leave a Reply