অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৪ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের মোকাম টিলা এলাকায় ঘটেছে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকার বিজয় মাঝি এর দুই পুত্র নিপেন মাঝি ও গোবিন্দ মাঝি বৈরী আবহাওয়ার মধ্যে কৃষি জমিতে কাজ করতে ছিলেন, বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে গোবিন্দ মাঝি (২০) এর মৃত্যু হয়। জমির অপর প্রান্তে সাথে থাকা বড় ভাই নিপেন মাঝি অজ্ঞান হন এর বেশী কোন ক্ষতি হয়নি।
একইদিন উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের আছলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৫০) ও মেয়ে মুনতা বেগম (১৭) বাড়ির কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তারা দু’জনই মারাত্মক আহত হন।
ডবলছড়া চা বাগানে ৩ চা শ্রমিক আহত হন, তারা হলেন মহেশ রজক,রাম গড়াই ও ইন্দিরা বাউরী। সবাই চাপাতা উত্তোলনে ছিলেন। চাতলাপুর চা বাগানে ৪ জন চা শ্রমিক আহত। এর মধ্য ২জন নারী ও ২ জন পুরুষ, তারা হলেন মানিক বাউরী,সনাতন বাউরী, উপা বাউরী ও শংকর বাউরী। ঘটনাটি বিকাল সাড়ে ৫টায় ঘটেছে।আহতরা শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন শমসেরনগর চা বাগানের সাবেক ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বিন।
Leave a Reply