আজ ৯ ডিসেম্বর-২০২২ইং, রোজ শুক্রবার আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা। “দুর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এবং এরই ধারাবাহিকতায় ঐদিন সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন, মৌলভীবাজার অফিসের সম্মুখস্থ প্রাঙ্গন থেকে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে র্যালী এবং র্যালী শেষে চৌমোহনী চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন – মাননীয় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পথ সভাসহ অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহন করে আমাদের উৎসাহিত করে দুর্ণীতি মুক্ত কার্যক্রমে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখা‘র সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদসহ সহ আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির সিলেট বিভাগীয় পরিচালক মোঃ জোসেপ আলী চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply