বিশের প্রতিনিধি ঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সচিব হাফেজ মাওলানা মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে র্যাব-২। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ২০২০ সালের ৬ মার্চ ফতুল্লার সাইনবোর্ডের হকার্স মার্কেট এলাকায় হিজবুত তাহরির সাংগঠনিক দল গোপন বৈঠক করে। ছদ্মবেশে ও বিভিন্ন কৌশলে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিতে হাফেজ মাওলানা মামুনের নেতৃত্বে দলটি বৈঠকে মিলিত হয়। ওই সময় র্যাব-১১-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। কিন্তু মামুন কৌশলে পালিয়ে যান। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এজাহার নামীয় ৫নং পলাতক ও অভিযোগপত্রে ৬নং পলাতক আসামি মামুন। মামলার পর র্যাব-২ তাকে গ্রেফতারের জন্য কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর জঙ্গি প্রতিরোধ সেলের বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক বলেন, মাওলানা মামুন এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে উগ্র জঙ্গিবাদ প্রচার করে তিনি নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। হিজবুত তাহরির বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এবং অফলাইন/অনলাইনের মাধ্যমে হিজবুত তাহরির গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত আলোচলা করতেন। বিভিন্ন সময় মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও মিছিলেরও তিনি নেতৃত্ব দিয়েছেন।
Leave a Reply