নিজস্ব প্রতিবেদক:
ঈদের টানা ৬ দিন ছুটির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ছুটি কাটিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই দেশে এসেছে ভারত থেকে আমদানি করা ৩৬ টন কাঁচা মরিচ। এর আগে ফলন বিপর্যয়ের পাশাপাশি টানা বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় বাজারে দফায় দফায় বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে হাজার টাকা। এ কারণে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঈদের ছুটির পরে গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৬ টন কাঁচা মরিচ দেশে এসেছে। প্রভাত কুমার সিংহ আরও বলেন, এর আগে কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। তবে ঈদের ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ ছিল। গতকাল ছুটি শেষে দেশে আসছে আমদানিকৃত কাঁচা মরিচ। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে।
Leave a Reply