নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবাসহ শামীম মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার ৩ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জের গোলের হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামীমের গ্রামের বাড়ি একই এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপ পরিদর্শক ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত গোলের হাওর এলাকায় অভিযান পরিচালনা করে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা ডিবি অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, ‘গ্রেপ্তারকৃত শামীম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply