শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার তাসসহ ৩ জুয়াড়ি-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার ৩ জানুয়ারি দুপুরে পুলিশ প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশনা মোতাবেক এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অন্যান্য অফিসারদের সহায়তায় গত ২ জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়ি গাংপাড় সাকিনে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তরসুর গ্রামের
মোঃ মিরকুছ মিয়ার ছেলে মোঃ লকন (২৫), একই এলাকার কবির মিয়ার ছেলে মোঃ সালমান হোসেন (২৫) এবং মৃত রাজা মিয়ার ছেলে মোঃ ইকবাল মিয়া (২৮)। গ্রেফতারকত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে ৩ আসামিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
Leave a Reply