বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে ওসি সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত একজনসহ চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার কোদালি গ্রামের শ্যামলাল মালাকার, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুছেগুল গ্রামের হেলাল মিয়া, বর্ণি ছালিয়া গ্রামের আব্দুল হাফিজ ও পূর্ব-মুছেগুল গ্রামের নিজাম উদ্দিন।
থানার সেকেন্ড অফিসার এসঅই হাবিবুর রহমান পিপিএম জানান, ওসি সঞ্জয় চক্রবর্তীর দিক নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিসহ মোট চারজন পলাতক আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারো পাঠানো হয়েছে।
Leave a Reply