অগ্রযাত্রা সংবাদ ::মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ । শুক্রবার (৯ অক্টোবর) রাতে কমলগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান (২৩) উপজেলার পূর্ব আধকানি বাজারের হারুক মিয়ার ছেলে। জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব আধকানি বাজারে কিশোরীর (১৬) পরিবারের লোকজন বাড়ির বাইরে গেলে অভিযুক্তরা কিশোরীর বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দেয়। কিশোরী কুপ্রস্তাবে রাজি না হলে বাড়ির টিউবওয়েল এর পাশে নিয়ে ধর্ষনের উদ্দ্যেশে তার বস্ত্র হরণের চেষ্টা ও শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে। ওই সময় কিশোরী চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঐ কিশোরী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৯ টায় কিশোরীর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে মামলা করেন। পরে শুক্রবার রাতেই কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাচালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লুৎফর রহমানকে আটক করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে আটককৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply