নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক রংমিস্ত্রিকে হত্যা করেছে। শুক্রবার (১২ এপ্রিল) রাতে সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরাপাড়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন সাভারের রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার বাসিন্দা। তিনি আরাপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বেপরোয়া কিশোর গ্যাংকে থামাতে পুলিশের চেষ্টা ও আন্তরিকতার অভাব নেই।
নিহতের খালু নজরুল ইসলাম বলেন, সাজ্জাদ হেমায়েতপুরের একটি ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করত। সাজ্জাদের বন্ধুদের কাছ থেকে জানতে পারি, ওই এলাকায় সাজ্জাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল।তিনি বলেন, এ সময় স্বপন গ্যাংয়ের দুই সদস্য রিকশা দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ ও তার বন্ধুদের পরিচয় জানতে চায়। পরে তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুই কিশোরকে থাপ্পড় মারে সাজ্জাদসহ তার বন্ধুরা। কিছুক্ষণ পরে স্বপনসহ আরও ৭/৮ সদস্য ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নজরুল ইসলাম আরও বলেন, গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply