গ্রীষ্মের তপ্ত দুপুর বেলায়
মৃদু হাওয়া পরন্তবেলায়
উদাস মন স্মৃতি কথায়
একলা বেড়ায় জীবন ভেলায়।
কোন সে আলো এসে ছিল
মনের আঁধার ঘুঁচিয়ে ছিলো
আলোয় আলোয় দীপাবলী
হৃদয়খানি রাঙিয়ে দিলো।
মরুর মাঝে জোয়ার এলো
কাঁটার বনে কুসুম ফুটলো
সিক্ত হলো বুকের বালুচড়
অনাকাঙ্ক্ষিত বৃষ্টি এলো।
মরুর দেশের সাগর মাঝে
অলৌকিক এক পদ্ম খেলে,
আঁধার ঘেরা অন্ধকূপে
আলোকশিখা এক ওঠে জ্বলে।
বন্ধ দেউলে ধ্যানস্থ ঈশ্বর
জেগে ওঠেন ঘুমন্ত মননে
শঙ্খধ্বনি মন মন্দিরে
পুষ্পবৃষ্টি হৃদয় কননে।
এমনি করে থাকো যদি
ভয় কি আমার নিরবধি
সুখের ছায়া মরুর বনে
হৃদয়ে বহে পুণ্য নদী।
রচনাকাল 17.04.2024
কবি রীতা পাল বিশ্বাস
গড়িয়া, কোলকাতা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Leave a Reply