নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গল থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার।।
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১। সজ্জাত মিয়া (২৮) এবং ২। তাজু মিয়া(৪০) নামে কারাদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (২৭ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানার এসআই দুর্জয় সরকার, এএসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন মাইজদিহি চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৫০/২০২০ (শ্রীমঙ্গল) মামলায় সাজাপ্রাপ্ত আসামি সজ্জাত মিয়া ও তাজু মিয়াকে গ্রেফতার করেন।
বিজ্ঞ আদালতে সিআর ৫০/২০ (শ্রীমঙ্গল) মামলায় গ্রেফতারকৃত সজ্জাত মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পেনাল কোডের ৩২৪ ধারায় ০১ বছর, ৩২৩ ধারায় ০৬ মাস, ৩৭৯ ধারায় ০৩ মাস এবং ৩৪১ ধারায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেফতারকৃত অপর আসামি তাজু মিয়াকে পেনাল কোডের ৩২৩ ধারায় ০৬ মাস এবং ৩৪১ ধারায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
আজ (২৮ এপ্রিল) গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply