কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিশিষ্ট দানবীর পরিবারের সন্তান শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম বজলুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭/০৫/২০২৪ ইং তারিখে বিকাল ৩ টায় বজলুর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে বজলুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ শামসুর রাজা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মোঃ কাওসার শোকরানা পান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ,মাওলানা বাহার উদ্দিন, মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালমান ইসলাম ,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাংবাদিক পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক আলম আহমেদ,শিক্ষানুরাগী রাসেল হাসান বখত,কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জুর আজাদ আহমেদ মান্না,বন্ধু ফাউন্ডেশনের সহকারী জেলা ম্যানেজার সোহাগ আহমেদ, নুর মোহাম্মদ।
এছাড়া বক্তব্য প্রদান করেন, মঞ্জুর ই এলাহি তুহিন,আব্দুর রহিম,ইকবাল রহমান,দেওয়ান আশিক রশিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রয়াত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কর্মবীর বজলুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার অতীত স্মৃতি ও বজলুর রহমান ফাউন্ডেশনে কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply