আব্দুল বাছিত খানঃ আজ ৯ই আগস্ট শুক্রবার মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ এন্ড ইম্পাওয়ারমেন্ট – কিউর এবং সার্কাস্টিক স্কুলের যৌথ উদ্যোগে দিনব্যাপী গ্রাফিতি ফেস্ট সফলভাবে সম্পন্ন।।
কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ এন্ড ইম্পাওয়ারমেন্ট (কিউর) এবং সার্কাস্টিক স্কুলের যৌথ উদ্যোগে মৌলভীবাজারে দিনব্যাপী গ্রাফিতি ফেস্ট অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই উৎসব সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে, যেখানে কিউর ভলেন্টিয়ারদের সাথে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।
এই গ্রাফিতি ফেস্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। নানান সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি সম্মাননা জানান এবং একইসাথে “বিজয় ২.০”, “স্বাধীনতা ২০২৪” ইত্যাদি বার্তা দিয়ে শিল্পীরা আমাদের স্বাধীনতা ফিরে পাওয়ার অনুভূতি এবং নতুন এক বিজয়ের প্রতীক তুলে ধরেন। এই আর্টওয়ার্কগুলো আমাদের সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা এবং জাতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রতিফলিত হয়েছে।
কিউর এবং সার্কাস্টিক স্কুল সকল অংশগ্রহণকারী এবং যারা এই ইভেন্টকে সফল করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। সমাজের মধ্যে একাত্মতা ও ঐক্যের যে শক্তি আমরা দেখতে পেলাম, তা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
কিওর সভাপতি ও আয়োজক মাহতাবুল ইসলাম উদয় বলেন- মুখের ভাষাকে ছবির ভাষায় প্রকাশ করার ই প্রয়াস ছিলো আমরা বাচ্চাদের।
Leave a Reply